অশিক্ষিত বাংগু জাতি

পাহাড়ী আদিবাসীরা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে চাইলে অন্য জাতি এইটায় বাধা দিবে কেন? অন্য কোন জাতি যদি নিজেদের সমতলের আদিবাসী হিসেবে পরিচয় দিতে চায়, তাহলে তারাও দিক। কিন্তু পাহাড়ী আদিবাসিরা যদি নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে চায় সেটার প্রতিবাদে সমতলের আদিবাসী কেন রাস্তায় নামবে?ওরা সারা বাংলার আদিবাসী না হইলেও বাংলাদেশের একটা অংশের আদিবাসী। বাংগুরা নিজেদের আদিবাসী ঘোষনা করার দাবিতেও যদি নামতো সেটা মানা যাইতো। North America তে অনেক জায়গায় আদিবাসীরা( First Nation People) অন্যরকম মর্যাদা পায়। সেখানকার প্রাদেশিক সরকার এইটা স্বীকার করে যে এই ল্যান্ড আদিবাসীদের Unceded Territory. এবং সেখানকার আদিবাসীদের কোন প্রকার ট্যাক্স ও দিতে হয় না সরকার কে। কিন্তু আমরা বাংগুরা এমন কেন? না করলাম পড়াশুনা, না দিলাম মানুষরে সম্মান। কিছু হইলেই মারপিট, আন্দোলন আর মাথা ফাটাফাটি। তোরা শুনে রাখ, চাকমারা পাহাড়ী এলাকায় খ্রিষাব্দের, ১ম শতক থেকেই বসবাস করে। ওইসময়ের কাছাকাছি সময়ে সমতলের আদিবাসী হল সাওতালরা। এসব জানা যায় চাকমা ভাষার উতপত্তি থেকে। আর পুরাতন বাংলা ভাষার জন্মই হইছে খ্রিষ্টাব্দ ৫০০-১০০০ এর মধ্যে। এখন যা ভাই মুড়ি খা, আর কারো মাথা ফাটাইস না।